তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ওপেন মার্কেট সেল (ওএমএস) এবং খাদ্যবান্ধব (ফেয়ার প্রাইস) কর্মসূচির ডিলার নিয়োগের লটারির মাধ্যমে স্বচ্ছ পদ্ধতিতে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই লটারি অনুষ্ঠিত হয়।
পৌরসভার ওএমএস-এর ৬টি এবং প্রতিটি ইউনিয়নের ২ জন করে মোট ১৬টি পয়েন্টে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের লটারি ড্র অনুষ্ঠানে উপস্থিত হয়েছে।
লটারির কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এলিলিয়া জান্নাত, উপজেলা সমবায় কর্মকর্তা দীনবন্ধু মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর ও স.ম. আফসার আলী, পৌর জামায়াতের সভাপতি কাওছার হাবিব সহ আরো অনেকে।
খাদ্যবান্ধব কর্মসূচিতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তাবাজার পয়েন্ট রাকিবুল হাসান, তালম আইয়ুব বাজার পয়েন্ট লুৎফর রহমান, বারুহাস ইউনিয়নের বস্তুলে ফরিদুল ইসলাম, বিনোদনপুরে বাশার আলী, সগুনা ইউনিয়নের কুন্দইলে শিহাব উদ্দিন, দামাইচে নাহিদুল ইসলাম, মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুরে আব্দুল মতিন, দবিলায় সাইবুর রহমান, নওগাঁ ইউনিয়নের নওগাঁ বাজারে কামরুজ্জামান, মহিষলুটিতে দুলাল হোসেন, তাড়াশ সদর ইউনিয়নের পৌর এলাকায় হাসপাতাল গেট আব্দুস সালাম মঞ্জু, পশ্চিম ওয়াদা বাঁধ আমিনুল ইসলাম, মাধাইনগর ইউনিয়নের কাস্তা বাজারে আবদুল্লাহ আল সাকিব, পৌষার আশরাফুল ইসলাম রনি, দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইলে সালমা খাতুন ও দত্ত বাড়ীতে কেএম রাসেল লটারিতে বিজয়ী হন।
অপর দিকে ওএমএস কর্মসূচিতে তাড়াশ উপজেলার পৌর এলাকার হাসপাতাল গেটে জাহিদ হাসান, উপজেলা গেটে ইয়াসমিন রোকসানা, তাড়াশ বাজার কাওছার হাবিব,কোহিত আমিরুল ইসলাম, কাকরাইল সেরাজুল হক, রঘুনীলি হাদিউল ইসলাম লটারিতে বিজয়ী হয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল হোসেন জানান, ডিলার নিয়োগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আমরা চাই, প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই এই দায়িত্বে আসুক। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে লটারি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat