সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সংবাদ প্রকাশের পর অবশেষে সিরাজগঞ্জের তাড়াশে সরকারি অনুদানের তালিকায় নাম থাকার পরও গরু না পাওয়া আদিবাসি সম্প্রদায়ের দুই জন সদস্য বিতরনের ১২ দিন পর তাঁদের নামে বরাদ্দকৃত গরু দুটি ফেরত পেয়েছেন।
মঙ্গলবার(১৩ মে) দুপুরে উদ্ধার করা ওই গরু দুটি তাড়াশ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.আমিনুল ইসলাম উপজেলার মাধাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা গ্রামের বাসুদেব সরকারের স্ত্রী সবিতা রানী ও তালম ইউনিয়নের মানিক চাপড় গ্রামের আরেক ভুক্তভোগী ক্ষিতীশ তির্কীকে অনুদানের গরু দুটি বুঝে নেন।
এর আগে তাড়াশে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিট বিভাগ নড়েচড়ে বসেন। তাঁরা অনুসন্ধান করে গরু গুলো খুঁজে বের করে প্রকৃত অনুদানের গরুর দাবিদার সবিতা রানী ও আরেক ভুক্তভোগী ক্ষিতীশ তির্কীকে তা ফেরত দেন।
উল্লেখ্য, তাড়াশ উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বুধবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সরকারি অর্থায়নে সমতল ভ‚মিতে বসবাসরত অনগ্রসর আদিবাসি সম্প্রদায়ের আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত ৯০ জন সুফলভোগীদের মাঝে প্যাকেজ ভিত্তিক বকনা বাছুর বিতরণ করা হয়। আর সেখানেই গরু বিতরনের ভুতুরে ঘটনা ঘটে।
অনুদানের গরু ফেরত পেয়ে সবিতা রানী ও ক্ষিতীশ তির্কী বলেন, তাঁরা খুশি এবং নায্যাতার ভিত্তিতে ১২ দিন পরে হরেও গরু ফেরত পাওয়ায় ক্ষেত্রে যারা কাজ করেছেন তাঁদের ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো.আমিনুল ইসলাম মঙ্গলবার জানান, গত এপ্রিলের ৩০ তারিখে গরু বিতরন কালে আমাদের অগোচরে যারা গরু দুটি নিয়ে গিয়েছিল তাদের অনুসন্ধান করে আমরা বের করতে সক্ষম হই। পরে তাদের কাছ থেকে গরু নিয়ে এসে অনুদানের গরুর প্রকৃত দাবিদার আদিবাসি সম্প্রদায়ের সদস্য সবিতা রানী ও ক্ষিতীশ তির্কীকে তা ফিরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যারা অবৈধ ভাবে গরু নিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ববস্থ্যা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat