দৃশ্যপট ডেস্ক:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হুমাইরা খানম জেরীন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী তারেক আল মুনতাছির।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি হুমাইরা খানম জেরীন গত কার্যবর্ষে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করব। সংগঠনটিকে আরও সৃজনশীল ও কার্যকর করে তুলতে চাই।
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক তারেক আল মুনতাছির ২০২২–২৩ কার্যবর্ষে সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক, এবং ২০২৩–২৪ ও ২০২৪–২৫ কার্যবর্ষে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্ষসেরা সংগঠক হিসেবেও তিনি নির্বাচিত হন (২০২৪–২৫ কার্যবর্ষে)। তিনি বলেন,প্রতিটি সদস্যের বিকাশে কাজ করে যাবো। নতুন দায়িত্বে সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনটিকে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠনে রূপ দিতে চাই।
প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের লেখনীগত দক্ষতা বৃদ্ধি, সংবাদপত্রে লেখালেখিতে সহযোগিতা, এবং বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালা আয়োজনের মাধ্যমে তারা লেখনীর অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat