সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু।
এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন সকল প্রকার অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তিনি ছিলেন, সমাজে ন্যায় প্রতিষ্ঠার অগ্রসৈনিক। তার সাহসী ভূমিকা এ দেশের তরুণদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি এক অকুতোভয় জুলাই যোদ্ধাকে হারালো। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় সন্ত্রাসীর গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তাকে উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়, শনিবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজি নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়।
