দৃশ্যপট ডেস্ক:
চলতি বছরের ডিসেম্বর মাসেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে, রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের কমিশন মিটিংয়ে সেটিই উপস্থাপন করা হয়েছে।"
সানাউল্লাহ আরও জানান, "প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যেই আমাদের জানিয়েছেন যে ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। সেই হিসেবে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা করা হবে ধরে নেওয়া যায়।"
তবে ডিসেম্বরে প্রথম সপ্তাহেই তফসিল ঘোষণা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "না।"
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat