প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ১১:১৪ পি.এম
জুলাই আহতদের পাশে থাকবে সেনাবাহিনী :ব্রিগেডিয়ার জেনারেল খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সম্মানে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, তেমনি জুলাই বিপ্লবে আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে, বাংলাদেশে সেনাবাহিনী সব সময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, এ ইফতার মাহফিল কোন আনুষ্ঠানিকতা নয়,এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্ণেল জুনায়েদ বিন কবির ও এডজুটেন্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাশ।
ইফতার ও দোয়া মাহফিলে জুলাই ২৪ এর সিরাজগঞ্জের আহতদের মধ্যে ৪৭ জন অংশ নেন এবং তাদের প্রত্যেককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat