সিরাজগঞ্জ প্রতিনিধি:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে রঙিন বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবীরা অংশ নেন।
পরে কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী এবং সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান জানান, বর্তমানে সিরাজগঞ্জে বছরে ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে, যা জেলার চাহিদার চেয়ে ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি। যমুনা নদী, চলনবিল, হুরাসাগরসহ উন্মুক্ত জলাশয় এবং নিমগাছি মৎস্যচাষ প্রকল্প এ জেলার মাছ উৎপাদনে বিশেষ ভূমিকা রাখছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন,“সিরাজগঞ্জে উৎপাদিত মাছ শুধু স্থানীয় মানুষের চাহিদাই পূরণ করছে না, দেশের অন্যান্য জায়গায়ও এর ব্যাপক চাহিদা রয়েছে। চলনবিলের পানি প্রবাহ বন্ধ করা যাবে না, বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। নইলে দেশীয় মাছের উৎপাদন হুমকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল ব্যবহার মাছ ও পোনা ধ্বংস করছে। তাই সবাইকে সচেতন হয়ে টেকসই উপায়ে মাছ উৎপাদন করতে হবে।
অনুষ্ঠানে বক্তারা উন্মুক্ত জলাশয়ে দেশি মাছ সংরক্ষণ, অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহার বন্ধ এবং চলনবিল রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat