জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করে।কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পন, দোয়া মোনাজাত ও আলোচনা সভা।
আজ সকাল ১০ টায় জিয়া গবেষণা পরিষদের সভাপতি আনিসুর রহমান আনিসের নেতৃত্বে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন ও শহীদ জিয়ার বিদেহী আত্মারর মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ মুকিত জুয়েল,ড. ছগিরুল ইসলাম মজুমদার, সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ,প্রচার সম্পাদক মোঃ আজিম হোসেন,দপ্তর সম্পাদক মোঃ মামুনর রশিদ,সদস্য মোঃ শাকুর খন্দকার, ঢাকা মহানগরীর যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ রানা নান্নু, এডভোকেট কামাল হোসেন প্রমুখ। বিকেল ৩ টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন
যুগ্ন-সাধারণ সম্পাদক এম এ মুকিত খান জুয়েল,সহ-সভাপতি মাহফুজুর রহমান সবুজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. জহিরুল ইসলাম,সদস্য শাকুর খন্দকার। সভাপতির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন। অল্পদিনের মধ্যেই তার গঠিত দল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। জাতি শহীদ জিয়ার অবদান চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat