এস,আলম,সিরাজগঞ্জ:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে সুশীল সমাজসহ সকল শ্রেণী-পেশার মানুষের অবিচল আস্থা আজও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর রয়েছে। দেশপ্রেমিক জনগণ বিশ্বাস করেন, বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বর্তমান সরকারের দুর্নীতি ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নতির পথে এগিয়ে নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সিরাজগঞ্জের পৌর ভাসানি মিলনায়তনে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজিব আহসান বলেন, বিএনপি কখনো কারও চরিত্রহনন বা কটুক্তিতে বিশ্বাস করে না। যারা স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তি তারাই নিজেদের অপকর্ম আড়াল করতে অন্যদের বিরুদ্ধে কুৎসা রটনা করে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুৎসিত মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব মাধ্যমে জবাব দেওয়া প্রতিটি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এখনো বিএনপিকে ক্ষমতায় আসতে বাধাগ্রস্ত করার চক্রান্ত চালাচ্ছে। তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়েই ক্ষমতায় আসবে। তাই তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে গণতন্ত্রপ্রেমী জনগণ তাদের সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামে যে ত্যাগ ও আত্মত্যাগ করা হয়েছে, কোনো ভুল বা অন্যায়ের কারণে তা যেন বৃথা না যায়। কর্মী ও জনগণের ভালোবাসায় নেতা হতে হবে; কোনো জুলুমবাজের ঠাঁই বিএনপি বা স্বেচ্ছাসেবক দলে হবে না।
মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যোগাযোগ সম্পাদক আব্দুল আলীম এবং জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন রাজেশ।
সভা যৌথভাবে পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল ও সদস্য সচিব মিলন হক রঞ্জু। আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আলী জোয়ারদার, তানভীর সাকিল, আব্দুল বারী ও লিমন তালুকদার।
সভায় জেলার ১৮টি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন এবং ইউনিয়ন, থানা, পৌরসভা, উপজেলা ও জেলা পর্যায়ের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat