রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অনিয়মের অভিযোগে নিয়োগ পরীক্ষা বন্ধ করে দিয়েছেন ডিজি প্রতিনিধি। স্থানীয়দের তোপের মুখে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ধুবিল ইউনিয়নের মালতীনগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য সুপার ও ইবতেদায়ী প্রধানের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
জানা যায়, সুপার পদে ৮ জন ও ইবতেদায়ী প্রধান পদে ৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তবে পরীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় জনসাধারণ নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ডিজি প্রতিনিধি মুর্শিদা করিমকে লিখিত অভিযোগ দাখিল করেন। পরে তারা পরীক্ষার্থীদের খাতা কেড়ে নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত অভিযোগের ভিত্তিতে পরীক্ষা স্থগিত ঘোষণা করেন ডিজি প্রতিনিধি।
ধুবিল ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক দুলাল হোসেন বলেন, এই নিয়োগ প্রক্রিয়ায় প্রায় ২৫ লাখ টাকার বাণিজ্য হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে।
তবে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ পিলু ও সহ সুপার আব্দুল মালেক দাবি করেন, পরীক্ষা স্বচ্ছভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। কিন্তু স্থানীয়দের চাপে ডিজি প্রতিনিধি পরীক্ষা স্থগিত করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন জানান, নিয়ম মেনেই পরীক্ষা শুরু হয়েছিল। কিন্তু লিখিত অভিযোগের পর পরীক্ষা বন্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, তিনি বিষয়টি জানতেন না। পরে শিক্ষা কর্মকর্তা ও ডিজি প্রতিনিধির সঙ্গে আলোচনা করে পরীক্ষা স্থগিত করা হয়।
ডিজি প্রতিনিধি মুর্শিদা করিম বলেন, পরীক্ষা শুরুর আগে কোনো অভিযোগ ছিল না। তবে লিখিত অভিযোগ পাওয়ার পরেই নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat