রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আনোয়ার হোসেন নামে এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁর রাণীনগর উপজেলার পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে।
সোমাবার (১ সেপ্টেম্বর) বিদ্যালয়ের এডহক কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এর আগে রোববার (৩১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই শিক্ষকের অপসারণ ও বিচার দাবীতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। আনোয়ার হোসেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় এক ছাত্রীকে শ্লীলতাহানী করেছেন আনোয়ার হোসেন। বিষয়টি ছড়িয়ে পড়লে রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা জোট বদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল করতে থাকে। একপর্যায়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরলে পরিস্থিতি সামাল দিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), থানা পুলিশ এবং শিক্ষা কর্মকর্তারা ঘটনাস্থলে যান। সেখানে বিদ্যালয়ের কমিটি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থীতি শান্ত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, ওই শিক্ষকের বিচার ও অপসারনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে। এরপর ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে এসব অভিযোগ অস্বীকারকরে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ে ২০ বছর ধরে সুনামের সহিত শিক্ষকতা করছি। আমার বিরুদ্ধে শ্লীলতাহানীর যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।
রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শফিউল আলম বলেন, কৃষি শিক্ষক আনোয়ারের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তা তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক বিদ্যালয়ের এডহক কমিটি ও প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat