নাটোর জেলা প্রতিনিধিঃ
এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে,নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৯ আগস্ট) নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৮০ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক,এইস,আর,ডি আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক,
ড.মোঃ জিয়াউল হক জিয়া,উপজেলা জামায়াতের সেক্রেটারী ডাঃ মোঃ ফজলুর রহমান,নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান,শিবিরের সাবেক সভাপতি আলী আল মাসুদ,নলডাঙ্গা উপজেলা শিবিরের সভাপতি মোঃ আবু রায়হানসহ প্রমূখ।
সংবর্ধিত শিক্ষার্থীরা জানায়,তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও সমাজের উপকারে আসতে চায়।
অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের হাতে ফুল,ক্রেস্ট ও সামগ্রী তুলে দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat