চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন ‘সচেতন ছাত্র সমাজ (সিএসএস)’ এর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৭জুলাই) সংগঠনটির সভাপতি মো. ইসমাইল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান (বাপ্পী) আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। এর আগে গত ১৯ জুন সংগঠনটির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ নয়ন ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছিলেন। সেই আংশিক কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. রাকিবুল হাসান (বাপ্পী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন।
সরকার ঘোষিত দুর্গম চৌহালী উপজেলার মানবতার সেবায় নিয়োজিত সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী ছাত্র সংগঠন সচেতন ছাত্র সমাজ (সিএসএস) ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার গরীব ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদানসহ শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও বিজ্ঞান ও গণিত অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন, বিনামূল্যে একাডেমিক ক্লাসসহ বিভিন্ন আয়োজন করে থাকে। এছাড়াও গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবার উন্নয়নে স্বাস্থ্যসেবা বিষয়ক ক্যাম্পেইন, রোগীদের জন্যে রক্তদান, শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইনের আয়োজন করে। পাশাপাশি গ্রামের হতদরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা ও বন্যার্তদের ত্রাণসামগ্রী বিতরণ করে থাকে তরুণ শিক্ষার্থীদের এই সংগঠন।
সংগঠনটির সভাপতি ইসমাইল হোসেন বলেন, "চৌহালী একটি দুর্গম উপজেলা। এই অঞ্চলের উন্নতিতে শিক্ষার বিকল্প নেই। সেজন্যে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশ ঘটানোই আমাদের মূল লক্ষ্য থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat