চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১মে ) রাত ৮ টার সময় পুলিশ অভিযুক্ত ওই বৃদ্ধকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বৃদ্ধের নাম মো. আব্দুল কালাম (৬০)। তিনি পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার শবাতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানাযায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চৌহালী উপজেলার বিনানই বাজারে দীর্ঘদিন ধরে কাঠ মিস্ত্রির কাজ করে। তার সহযোগী হিসেবে কয়েকজন শিশু দোকানে কাজ করতো। এই সুযোগে ওই বৃদ্ধ শিশুদের বলাৎকার করে। গত বুধবার রাতে তার দোকানের কর্মচারী উপজেলার বিনাইন গ্রামের মো.সোলাইমান হোসেনের ১০ বছরের শিশু ছেলেকে বলাৎকার করেন। রবিবার বিকেলে বিষয়টি পরিবারের লোকজনকে জানালে এলাকার মানুষ তাকে আটক করে পুলিশ খবর দেয়। পুলিশ দোকানে কাজ করা তিন শিশুকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে গ্রেফতার করে। এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তি বিনানই বাজারে কাঠমিস্ত্রির কাজ করেন। তার কাছে কয়েকজন শিশু মিস্ত্রির কাজ শেখেন। এই সুযোগে তিনি শিশুদের বলাৎকার করতেন। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। বলাৎকারের শিকার শিশুটির মা মিন্নাতি খাতুন, বাদি হয়ে রাতেই থানায় মামলা দায়ের করে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat