চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খামারগ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মোজাম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন)।
বুধবার ভোরের দিকে বার্ধক্যজনিত কারনে এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার তিন ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয়-স্বজন রয়েছে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সন্ধ্যার দিকে খামারগ্রাম বেতিল কবরস্থান মাঠে মরহুমের কফিনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এদিকে বৈরী আবহাওয়ায় যমুনা নদী প্রচন্ড উত্তাল থাকা সত্ত্বেও বীরমুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানাতে নৌ পথে ছুটে আসায় এলাকাবাসি ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মরহুম বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের মধ্যে বিধি মোতাবেক ভাতা বন্টন এবং পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহোযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন।
বাদ মাগরিব নামাজের পর বেতিল খামার গ্রাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে বেতিল খামার গ্রাম কবর স্থানে দাফন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat