চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে কলম, কোর্ট ফাইল, স্কেল, খাবার স্যালাইন ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল থেকে চৌহালী সরকারি কলেজের সামনে পরীক্ষার্থীদের সহায়তায় মাঠে নামে কলেজ ছাত্রদল নেতাকর্মীরা।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক রুবেল রানা।এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির মোল্লা, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রনি মোলাসহ অন্যান্য নেতৃবৃন্দ। ছাত্রদলের এই মানবিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী, অভিভাবক এবং কলেজের শিক্ষকরা। তারা প্রত্যাশা করেন, ভবিষ্যতেও ছাত্রদলের এমন শিক্ষার্থীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat