শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে তারুণ্যের উৎসবে সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পদ্ধতির তৃতীয় দিনের এই খেলা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা একাদশের পক্ষে টুটুল ২টি, রাব্বি, শাহজালাল ও অলিউর ১ টি করে গোল করেন। দুই গোল করে ম্যান অব দি ম্যান নির্বাচিত হন তাড়াশ উপজেলার ফরোয়ার্ড তারিকুল ইসলাম টুটুল।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ম্যান অব দি ম্যাচের ক্রেস প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. নুরে এলাহি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম টুটুল, সাবেক ভিপি আলম, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, বিএনপি নেতা ফরিদুজ্জামান প্রমূখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. হাফিজুল ইসলাম, সহকারী রেফারি ছিলেন ফিরোজ ইসলাম ও আবু হানিফ এবং চতুর্থ রেফারি ছিলেন শাহীন ইসলাম। ধারা বর্ণনায় ছিলেন আবদুল্লাহ আল মাহমুদ ও মো. খোরশেদ রায়হান।
জেলা প্রশাসনের আয়োজনে, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।