নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা উপজেলার রাহাদ জামান নামের এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ৩ নং দিবর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। শুক্রবার ১১অক্টোবর বিকেল সোয়া চার টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান।
এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১১ টার দিকে নওগাঁ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আব্দুল মান্নান বলেন, গ্রেপ্তারকৃত রাহাদ জামান তার নামে ব্যক্তিগত চেক ডিজাইনার হিসেবে সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া 'গত ৩ আগস্ট নওগাঁতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতৃত্বে ভাংচুর ও নাশকতার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে চেয়ারম্যান রাহাদ জামান গ্রেপ্তার হওয়ায় খুশি হয়েছেন অনেকে। কেউ কেউ বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন। তবে বেশ কিছু দিন আগে থেকেই দূর্ণীতিবাজ এই চেয়ারম্যানের পদত্যাগ চেয়ে মানববন্ধন পর্যন্ত করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat