সিরাজগঞ্জের তাড়াশে বিয়ে বাড়িতে চেতনানাশক স্প্রে করে বাড়ির সবাইকে অচেতন করার পর টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
রোববার (১২ অক্টোবর) ভোররাতে উপজেলার কুসুম্বী উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছে সংঘবদ্ধ একটি টক্র বিয়ের টাকা, সোনার গহনা, কাপড়চোর-মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (১১ অক্টোবরে) কুসুম্বী গ্রামের আব্দুস সামাদের ছেলের বিয়ে পরবর্তী বৌ-ভাত হয়। অনুষ্ঠানে শেষে রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। ভোররাতের দিকে একটি সংঘবদ্ধ চোরের দল বাড়িতে ঢুকে চেতনানাশক স্প্রে করে সবাইকে অচেতন করে ফেলে। এ সময় চোর চক্রটি ঘরে ঢুকে আলমিরা ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।
সকালে বাড়ির লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে ঘরে সবাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, একটি বিয়ে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি। তবে চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।