ভিডাব্লিউবি এর চাল কালো বাজারে পাচারের সময় আটকের পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ঝাঐল ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কের পাশে থাকা একটি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় যুবক জানান, ভিডাব্লিউবি এর চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণের পর বেপারি শান্তা এবং রাজ্জাক সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে কালো বাজারে পাচার করছিলো। এসময় ট্যাগ অফিসার টের পেয়ে চাল বোঝাই ভ্যানের পিছু নেয়। ভ্যানটি একটি মন্দিরের কাছে পৌঁছালে চালের বেপারি নজরুল এবং শান্তার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নিয়ে ৮/১০ বস্তা চাল বোঝাই ভ্যানটি ছেড়ে দেয়।
বিষয়টি অস্বীকার করে ট্যাগ অফিসারের দায়িত্বে থাকা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক দাবি করেন, চাল আটকের ঘটনা শুনে এগিয়ে গিয়ে তাদের ধরার চেষ্টা করেও ধরতে পারিনি । কেউ যাতে পরিষদ এরিয়ার ভিতরে চাল ক্রয় করতে না পারে সেটি আমি শক্তভাবে দেখছি। আর আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো শতভাগ মিথ্যা।
এ ব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা পারভীন জানান, এ বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ঘটনার প্রমাণ মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।







