মো: মাসুদ রানা.সিরাজগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরে এম ভি আল বাখেড়া জাহাজে নাবিকসহ সাত নৌযান শ্রমিক হত্যার প্রতিবাদ, দোষিদের কঠোর শাস্তি, নিহতদের পরিবারকে ক্ষতিপূরন প্রদান ও নিরাপদ নৌপথ নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহনের দাবিতে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকেরা।
দাবি পূরনে সরকার কোন উদ্যোগ গ্রহন না করলে আজ রাত থেকে সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতি ঘোষনা দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ি শাখার উদ্যোগে উত্তরাঞ্চলের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাঘাবাড়িতে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি’র সহ সভাপতি আব্দুল ওহাব, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন বাঘাবাড়ি শাখার সভাপতি মো: দাউদ ইসলাম, সাধারন সম্পাদক মো: ফিরোজ আলম মাষ্টার প্রমূখ।
এসময় বক্তারা অবিলম্বে চার দফা দাবি পূরন করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সাথে দাবি পূরন না হলে আজ রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকদের কর্মবিরতি ঘোষনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat