মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
হেলমেট না থাকলে তেল মিলবে না দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পাম্প গুলোতে। সড়কে নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার (১৬ মে) বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার প্রতিটি পাম্পে হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না সংবলিত ব্যানার ঝুলিয়ে দিয়েছে থানা পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদের নির্দেশে প্রতিটি তেল পাম্পের মালিকদের হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহীদের কাছে তেল বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে। এতে সাময়িক অসুবিধা হবে মালিকদের। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ মানুষদের আরও সচেতন ও পুলিশকে সহযোগিতা করার মানসিকতা তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, হেলমেট না পরার কারণে সামান্য দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী মারা যাচ্ছেন, অনেকে গুরুতর আহত হচ্ছেন। তাই সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল আরোহীদের মধ্যে সচেতনতা বাড়াতে পুলিশের এই বিশেষ উদ্যোগ। উপজেলায় অবস্থিত প্রতিটি তেল পাম্পের মালিকদের চিঠি দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র যাচাই করার জন্য পুলিশ কাজ করছে। এই উপজেলাতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার না করার প্রবণতা রয়েছে। বিশেষ করে তরুণেরা হেলমেট ব্যবহার করেন না। তাঁদের সচেতন করতেই পুলিশের এই পদক্ষেপ। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবব্রত রায় ও উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার মোদক।
এবিষয়ে ঘোড়াঘাট পৌর নাগরিক কমিটির সভাপতি ও ঘোড়াঘাট কে,সি পাইলট স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল মো. আনিসুর রহমান বলেন, তরুণদের মধ্যে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা দেখা যাচ্ছে। সড়কগুলোতে সব বয়সী মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করতে দেখা যায় না। এই উদ্যোগের ফলে মানুষ তার নিজের নিরাপত্তা নিয়ে সচেতন হবে। আমাদের উচিত পুলিশকে সহায়তা করা।
ক্যাপশনঃ হেলমেট না থাকলে তেল দেওয়া হবে না সংবলিত ব্যানার ঝুলিয়ে দিয়ে থানা পুলিশ প্রচারণা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat