প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৫, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৩৩ এ.এম
ঘোড়াঘাটে স্বামী-স্ত্রী মিলে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আপেল উদ্দিন মন্ডল নামের এক ব্যক্তিকে অচেতন করে তাঁর কাছ থেকে একটি ইজিবাইক ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা।
এ ঘটনায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ অভিযান চালিয়ে বগুড়ার ধুনট উপজেলার বহালগাছা থেকে শফিউল ইসলাম শাফিকে (৩৬) গ্রেপ্তার করেছে। পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শফিউল ইসলাম উপজেলার সিংড়া ইউনিয়নের মগলিসপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গত ২৭ আগস্ট সকালে আপেল উদ্দিন ইজিবাইক চালানোর জন্য বের হন। এসময় যাত্রীবেশে এক দম্পতি পাশ্ববর্তী থানার স্বপ্নপুরি পার্ক দেখার জন্য ইজিবাইকটি ভাড়া নেন। সেখান থেকে ঘুড়ে ফেরার পথে যাত্রীবেশী অজ্ঞান পার্টির এই স্বামী-স্ত্রী মিলে ইজিবাইকের চালকের সাথে ভাব গড়ে তোলেন।একপর্যায়ে তাঁরা চেতনানাশক যুক্ত সিগারেট খাইয়ে চালককে উপজেলার ফুটানি বাজার ঈদগাহ মাঠের পেছনে কাঁচা রাস্তার পাশে ফেলে রেখে ২ লাখ ৮০ হাজার টাকা দামের তাঁর ইজিবাইকটি এবং একটি অ্যান্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যান। ওই ঘটনায় ইজিবাইকের মালিক বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা এলাকায় অভিযান চালিয়ে শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁর তথ্যের ভিত্তিতে ইজিবাইকটি ওই এলাকার আসামির শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তা নাজমুল হক বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে বুধবার দিনাজপুর আদালতে পাঠানো হবে। অন্য আসামিকেও গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat