প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৫ পি.এম
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কার্ভাড ভ্যানের নিচে মোটরসাইকেল নিয়ে চাপা পড়ে সাহাদুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কানাগাড়ি বাজার এলাকায় সরকারি খাদ্য গুদামের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা আরিফুর ইসলাম জানান, তার চাচা সাহাদুল ইসলাম উপজেলার শালিকা দহ গ্রামের বাসিন্দা। তিনি ঘোড়াঘাট বুলাকীপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। এলাকায় তার মিল-চাতালের ব্যবসা রয়েছে।
তিনি আরও জানান, সকালে তার চাচা মোটরসাইকেলে করে বাড়ি থেকে ব্যবসার কাজে বের হন। সেখান থেকে কানাগাড়ি বাজারে পৌছানোর পর রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাওয়া একটি স্টার ফাস্ট কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের নিচে মোটরসাইকেলসহ চাপা পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক দেখে তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতের ভাতিজা বাদি হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। কার্ভাড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পরই কাভার্ড ভ্যান রেখে চালক পালিয়ে গেছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat