প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ১২:৫০ পি.এম
ঘোড়াঘাটে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর ঘোড়াঘাট থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মজিদুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে পৌরশহরের আজাদমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিদুল ইসলাম ঘোড়াঘাট পৌরশহরের সাহেবগঞ্জ ইসলাপুর এলাকার আঃ করিম মাউরার ছেলে। সাজা থেকে বাঁচতে তিনি এলাকা ছেড়ে ঢাকায় গিয়ে রিক্সা চালাতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মজিদুল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকা থেকে ২০০৫ সালের এপ্রিল মাসে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। বিচারক ওই মামলায় ২০২৪ সালের জুন মজিদুলকে ২ বছরের বিনাশ্রম সাজা এবং ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন। এরপর থেকে তার হদিস পাওয়া যাচ্ছিল না। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ আরও জানায়, আসামি মজিদুল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা হওয়ায় গ্রেপ্তারের দায়িত্ব পড়ে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে। গত ১৬ মাস সম্ভাব্য অনেক জায়গায় অভিযান চালায় পুলিশ। পরে ঘোড়াঘাট পৌরশহরের আজাদমোড় থেকে তাকে গ্রেপ্তার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, এসআই মনিরুজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মজিদুলকে গ্রেপ্তার করে। আসামিকে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat