মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসহায়, গরীব-দুস্থ ও ছিন্নমূল জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৮ মে) বিকালে পৌরশহরের ওসমানপুর সেনা ক্যাম্পে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পটি ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় রংপুর এরিয়ার কর্তৃক অনুষ্ঠিত হয়। মেডিকেল টিমের নেতৃত্ব দেন ২৫ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মুরসালিন আহম্মদ।
সেনা মেডিকেল ক্যাম্পটিতে ৫০০ জনেরও বেশি শিশু, নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবার পাশাপাশি ২০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সকল ত্রাণ সামগ্রী এর মধ্যে চাল, আটা, চিনিসহ অন্যান্য নিত্যপ্রোয়জনীয় খাদ্য সামগ্রী ছিল।
উক্ত মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হাসান, মেজর ডা. মোস্তাফিজ, মেজর ডা.আতাউর রহমান, ক্যাম্প কমান্ডার মেজর ফারাবী, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও স্থানীয় অনেকে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat