প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৫, ৬:২৮ পি.এম
ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে নেমে যুবক নিখোঁজ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক যুবক
নিখোঁজ হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌরশহরের কাদিমনগর হাজিরঘাট এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইসমাইল হোসেন পৌরশহরের কাদিম নগর এলাকার মোস্তাফিজুর রহমান চিকুর ছেলে। তিনি স্থানীয় একটি সীমানা বেষ্টনী তৈরির কারখানায় কারিগর হিসাবে কাজ করতেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে ইসমাইল তার দুই বন্ধুকে নিয়ে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে যান। একপর্যায়ে তিন বন্ধু সাঁতার দিয়ে নদীর এপার থেকে অপর পারে যান। পরে আবার ফেরত আসার সময় দুই বন্ধু ফিরে আসলেও নিখোঁজ থাকে ইসমাইল।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রংপুর বিভাগীয় ডুবুরী দলকে খবর দিলে তাঁরা এসে উদ্ধারের চেষ্টা শুরু করে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে উপজেলা ফায়ারসার্ভিস'সহ রংপুর ডুবুরি দল তাঁরা এসে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার জিয়াউর রহমান বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা দুপুর থেকে নদীতে উদ্ধার কাজ পরিচালনা করছি। তবে এখন পর্যন্ত নিখোঁজ যুবকের কোন সন্ধান পাইনি। তবে দিনের আলো থাকা পর্যন্ত আমাদের ডুবুরি দলের উদ্ধার অভিযান চলবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat