প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ২:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২৫, ৮:১৪ পি.এম
ঘোড়াঘাটে ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে জরিমানা

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে চিকিৎসকের জন্য দেয়া বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে এক দোকানিকে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আর এক দোকানিকে ১ হাজার টাকা মোট ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ডুগডুগিহাট বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম তাঁদের এই জরিমানা করেন।এসময় সেখানে ওষুধ প্রশাসন অধিদফতরের দিনাজপুর কার্যালয়ের ওষধ তত্ত্বাবধায়ক আমিনুর ইসলাম সহ ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক উপস্থিত ছিলেন।
ইউএনও রফিকুল ইসলাম বলেন,চিকিৎসকের জন্য ফিজিশিয়ান স্যাম্পল হিসেবে দেয়া বিনামূল্যের ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ খোলা বাজারে বিক্রয় করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে ওষুধ প্রশাসন অধিদফতর এবং পুলিশ নিয়ে উপজেলার ডুগডুগিহাট বাজারে অবস্থিত দুটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এসময় একটি ওষুধের দোকানে বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় করা হচ্ছিল এছাড়া অপর একটি দোকানে অভিযান চালিয়ে সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় যা বিক্রয় করা হচ্ছিল।
বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রয় ও লাইসেন্স না থাকায় সেবা ফার্মেসীর দোকান মালিককে ৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য মায়ের আর্শিবাদ ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat