প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৫, ২০২৫, ৮:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৫, ৭:৫৮ পি.এম
ঘোড়াঘাটে নিহত মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় মিলেছে

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর রংপুর ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়। এসময় তাঁরা আঙ্গুলের ছাপের মাধ্যমে পরিচয় নিশ্চিত করেন। পরে নিহতের পরিবারকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহটি শনাক্ত করেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে ওই নারীর মৃত্যু হয়। এর আগে রবিবার রাত সাড়ে ১২ টার উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটনা।
নিহত মানসিক ভারসাম্যহীন নারী হাফিজা বেগম (২৯) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার পূর্ব গোপীনাথপুর এলাকার রাজা মিয়ার মেয়ে।
এর আগে, উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকায় মহাসড়কের উপর অজ্ঞাতনামা যানবাহনের চাপায় গুরুতর আহত হয় ২৯ বছর বয়সী এক মানসিক ভারসাম্যহীন নারী। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
ওই নারীর চাচা আনোয়ার হোসেন জানান, রবিবার সকালে সে বাসা থেকে বের হয়ে যায়। তখন থেকে তা়কে আর খুজে পাওয়া যাচ্ছিলো না। সুযোগ পেলেই সে সকলের অগোচরে বাসা থেকে বের হয়ে যেতো। অনেক বার তাকে খুঁজে নিয়ে আসা হয়েছে। বাহিরে সে এলোমেলো ভাবে রাস্তাঘাট চলাচল করতো।
ওই এলাকার স্থানীয় মেম্বার ময়নুল ইসলাম জানান, পাঁচ বছরের অধিক সময় ধরে তাঁর মানসিক সমস্যা দেখা দেয়। তার পরিবার অনেক চিকিৎসা করেছে কিন্তু কাজ হয়নি। রাস্তাঘাট চলাচলের সময় তার সম্মুখ জ্ঞান থাকতো না। সে তার আপন মনে ঘোরাফেরা করতো।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। নিহতের সুরতহালের করা হয়েছে। সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায় বিকেলে তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat