প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ১১:৪৯ পি.এম
ঘোড়াঘাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিমদের সাথে নিয়ে দোয়া

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয়তাবাদী পৌর কৃষক দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌরশহরের নয়াপাড়া দারুস্ সুন্নাহ হাফিজিয়া ক্বওমী মাদরাসার এতিম ছাত্রদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ নেন। এ সময় তারা খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভার এস.কে. বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. মাহামুদুর হাসান বায়োজিদ।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর কৃষক দলের সদস্য সচিব মাহবুবুল নবী রনি,পৌর যুবদলের সদস্য সচিব সজীব।
আরও উপস্থিত ছিলেন, পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইমরান খান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিশাল খান, ঘোড়াঘাট পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনিসুর রহমান, সদস্য সচিব আনোয়ার হোসেনসহ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat