ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
এনজিও সংস্থা আশা'র দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাটশ্যামগঞ্জ ব্রাঞ্চের উদ্যোগে শিক্ষা সেবিকাদের নিয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার কানাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন শিক্ষা সেবিকাদের নিয়ে এত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাটশ্যামগঞ্জ শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জাহেদুর রহমানের তত্ত্বাবধান ও সভাপতিত্বে শিক্ষা সুপারভাইজার মো. তারেক রহমানের নির্দেশনায় ১৮ ও ১৯ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ সময় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কানাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাহিদুল ইসলাম।
আশা এনজিও এই শিক্ষা প্রোগ্রামের আওতায় প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসায় অধ্যয়নরত হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে ও তাদের পড়াশোনার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তেমনি হাটশ্যামগঞ্জ ব্রাঞ্চের অন্তর্গত ১৫টি শিক্ষাকেন্দ্রে প্রায় ৪৩০জন শিক্ষার্থী এই সুযোগ-সুবিধার আওতায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat