নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজারে একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (১৫ জুলাই) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে এই অভিযান পরিচালনা করা হয়।
বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল গোপালপুর বাজারে অভিযান চালায়। অভিযানে মোঃ মঞ্জুরুল ইসলাম এর ছেলে মোঃ কামরুল এর মালিকানাধীন একটি ফার্মেসী থেকে ৭টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত কামরুলকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা আরও জোরদার করা হবে।
স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat