সিরাজগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
রাজশাহী আঞ্চলিক জেলা তথ্য অফিসের উপপ্রধান মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, বর্তমান সময়ে গুজব সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির অন্যতম বড় হাতিয়ার। তাই সঠিক তথ্য যাচাই না করে কোনো সংবাদ প্রচার বা শেয়ার করা যাবে না। গণমাধ্যমকর্মীরা সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরে গুজব প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে পারেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। বক্তারা গণমাধ্যমকে গুজব প্রতিরোধের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন।