নাটোর প্রতিনিধিঃ
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন,হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংস গণহত্যার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৯ এপ্রিল) বিকালে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলডাঙ্গা পৌরসভা মোড়ে সমাবেশ হয়।
সমাবেশে ইসরায়েলি আগ্রাসী ও গনহত্যা বন্ধ চেয়ে বক্তব্য রাখেন,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন হক,উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী ফজলার রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী সহকারী পরিচালক অধ্যাপক জিয়াউল হক,ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম বারী,সাবেক মেয়র আব্বাছ আলী নান্নু,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাফিজ,ব্যবসায়ী শরিফুল ইসলাম,বিসমিল্লাহ হাসপাতালের পরিচালক আনোয়ার হোসেনসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন,শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা,হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এ অন্যায়ের বিরুদ্ধে। এসময় ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat