সিরাজগঞ্জ প্রতিনিধি:
গাছ থেকে পড়া একটি তাল কুড়িয়ে নেওয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। মুহুর্তেই স্থানীয়রা এসে শিশুটিকে উদ্ধার করায় অল্পের জন্য প্রাণে বেঁচে যায় সে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগষ্ট) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের সড়াতলা গ্রামে। ভুক্তভোগী শিশু মো. শাহীন ওই গ্রামের মাজেদ খদগীরের ছেলে। অভিযুক্ত বাবুল একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় মাজেদ খদগীর বাদী হয়ে বৃহস্পতিবার (২১ আগষ্ট) সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, সড়াতলা মঙ্গলবার বিকেলে শাহীন বাড়ির পাশে খেলা করার এক পর্যায়ে প্রতিবেশী বাবুলের তালগাছ থেকে একটি তাল পড়ে। হঠাৎ গাছ থেকে পড়া ওই তাল কুড়িয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় শিশু শাহীন। এ সময় তালগাছের মালিক বাবুল ঘর থেকে বেরিয়ে এসে তার ঘাড় ধরে চড়-থাপ্পড় মারতে থাকে এবং তালটি ছিনিয়ে নেয়।
এরপর শাহীনকে টেনে-হিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেয়। মুহূর্তেই স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে ডুবে যাওয়া থেকে উদ্ধার করে। এতে অল্পের জন্য শিশু শাহিন প্রাণে বেঁচে যায়।
শিশুকে উদ্ধারের পর বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার বাবুলকে প্রশ্ন করলে সে উল্টো ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়। অভিযোগে বলা হয়, বাবুল প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে জানায় এ ঘটনায় যদি কেউ বাড়াবাড়ি করে তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
এই ঘটনার পর থেকে সড়াতলা গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসীরা শিশুকে হত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলার মতো অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আসামির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযুক্ত বাবুলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুস ছাত্তার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat