প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২৪, ১:১৯ পি.এম
গাইবান্ধায় বাঁশ কাটাকে কেন্দ্র করে মারপিট থানায় মামলা দায়ের

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ বাগুড়িয়া (সর্দার পাড়া) এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র মারপিট অতঃপর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দক্ষিণ বাগুড়িয়া সর্দার পাড়ার জামিল এবং একই এলাকার মাহিদুল ইসলাম,ফজলার রহমানগংদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৭ আগষ্টে বাগানের বাঁশ কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়ে থাকে এবং ২৮ আগষ্ট সকালে প্রতিপক্ষের মারপিট এবং সন্ত্রাসী কার্যকলাপে জামিল মিয়া গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি হন।
জামিলের স্ত্রী শ্যামলী জানায়, ফজলার,খোকন,মাহিদুল দলবেঁধে আমার স্বামীর ( জামিল) ওপর ছোড়া,রড লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যো মারাত্মকভাবে আহত করে। এলাকাবাসীর সহযোগিতায় কোন রকমে বেঁচে গেছি। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
আমার স্বামীকে ওপর প্রতিপক্ষ রা আক্রমণ করার সময় তাকে আমি ও আমার চাচি শাশুড়ী রহিমা বেওয়া সহ উদ্ধার করতে গেলে আমাদেরকেও বেদম মারপিট করে ফজলারগং। শুধু তাই নয় ফজলার আমাকে টাকা হেচড়া করে শ্লীলতাহানি করে। আর রুবি নামের একজন আমার গলায় থাকা ৪৫,০০০/ টাকা মূল্যের চেইন ছিড়িয়া নিয়ে যায়।
আহত জামিল মিয়া জানান, প্রতিপক্ষ ফজলার,মাহিদুল,খোকনরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ পাড়ে এবং এক পর্যায়ে আমার ওপর আক্রমণ করে। তারা দীর্ঘদিন থেকে আমাকে মারবে কেটে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ঘটনার পরে ৩০ আগষ্ট আহত জামিল মিয়ার স্ত্রী শ্যামলী আক্তার গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat