মাইদুল ইসলাম,গাইবান্ধা জেলা প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন নানান পদক্ষেপ। এরই অংশ "মুজিব শতবর্ষ শিশু পার্ক"।
গাইবান্ধায় দৃষ্টিনন্দন হতে চলেছে মুজিব শতবর্ষ শিশু পার্কের। শহরের গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের নতুন ব্রিজ এলাকায় ঘাঘট নদীর কোলঘেষে নির্মিত হচ্ছে "মুজিব শতবর্ষ শিশু পার্ক"।
মূল সড়কের সাথে সুন্দরতম গেট বরাবর পশ্চিমে প্রায় ২৫৭ মিটার দৈর্ঘ্যের পার্কটি শিশুদের চিত্র বিনোদনের স্থান ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন স্থানীয় ব্যক্তিরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের ৬৪ জেলার অভ্যন্তরস্ত ছোট নদী খাল ও জলাশয় পুনঃ খনন প্রকল্পের আওতায় প্রায় ৭২ লক্ষ টাকা ব্যয়ে "মুজিব শতবর্ষ শিশু পার্ক" নির্মাণের কাজ পায় গাইবান্ধার বিশিষ্ট ঠিকাদার আঃ লতিফ হক্কানি। ইতোমধ্যে কাজের প্রায় চার ভাগের প্রায় তিন ভাগ শেষ হয়েছে। কাজের অগ্রগতি ও গুণগত মান নিশ্চিতে নিয়মিত তদারকি করছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, পার্কটি নির্মাণের ফলে শিশুদের বিনোদনসহ মেধা বিকাশে সহায়ক হবে। এমন সুন্দর একটি প্রকল্প বাস্তবায়ন ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে।
কাজের মান নিয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসাইন জানান, মানের দিক থেকে এখানে সর্বোচ্চ কাজ হচ্ছে। তাছাড়া নির্বাহী প্রকৌশলী স্যারের নির্দেশনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে সঠিকভাবে কাজ বুঝে নিচ্ছি।
স্থানীয় লুৎফর রহমান জানান, গাইবান্ধায় শিশুদের চিত্র বিনোদনের জন্য তেমন ভালো জায়গা নাই। তবে উন্মুক্ত পরিবেশে "মুজিব শতবর্ষ শিশু পার্ক"টি শিশুর মানসিক দিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সচেতনমহল বলছেন, বর্তমানের অধিকাংশ শিশু বিনোদন মানেই অনলাইন বা মাল্টিমিডিয়া নির্ভর হয়ে পড়েছে। খেলার মাঠ বা বিনোদনের জায়গার অভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। এমন পার্ক নির্মাণ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat