প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৫, ৪:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ১২:৫৯ এ.এম
গাংনীতে ৯ কেজি গাঁজাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে রবিউল ইসলাম (৪০) এবং সজিব সর্দার (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালের দিকে গাংনী উপজেলার মহেশপুর দোবাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী "টিভিএস ১২৫ সিসি" একটি মোটরসাইকেল জব্দ করা হয়।আটককৃতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত মান্নান জোয়ার্দারের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের আজিজুল সর্দারের ছেলে সজিব সর্দার।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেম জানান, গাংনী উপজেলার মহেশপুর এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয় এবং গাঁজা বহনকারী একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক আসামিদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat