প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৬:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ৯:৪০ পি.এম
গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসের সাথে সরাসরি ধাক্কায় দুই কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকেল ৪ টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার উপজেলার পীরতলা গ্রামের আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৯) এবং একই গ্রামের সৌদি আরব প্রবাসী সৌরভ হোসেন সেন্টুর ছেলে আব্দুল বাকী (১৯)। তারা দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল এ তথ্য নিশ্চিত করেছেন।
পীরতলা গ্রামের গ্রাম্য পশু ডাক্তার আব্দুল আওয়াল জানান, সিয়াম ও বাকি নামে কলেজ পড়ুয়া দুই বন্ধু সুজোকি-১৬০ সিসি কালো রঙের মোটরসাইকেল যোগে কুষ্টিয়া ইসলামিয়া কলেজে নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া- মেহেরপুর সড়কে আকুবপুর ইটভাটা এলাকায় পৌছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা রফ রফ এক্সপ্রেস যাত্রীবাহী বাসে সরাসরি ধাক্কা লেগে সিয়াম ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আব্দুল বাকিকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যা
এ দুর্ঘটনায় রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের সামনের অংশ ও দুমড়ে যায়। এলাকাবাসী বাসটিকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। বাসটির রেজিস্ট্রেশন নম্বর কক্সবাজার মেট্রো জ ০৪ ০০২১.
গাংনী থানা অফিসার বানী ইসরাইল জানান, সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজত নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat