
নিজস্ব সংবাদদাতা:
মেহেরপুরের গাংনী উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ধানখোলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তার ধারে বৃক্ষরোপণ করা হয়। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রর নির্দেশনায় গাংনী উপজেলা কৃষকলীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছেন।
গাংনী উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ উপস্থিত থেকে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ধানখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক হযরত আলী, কৃষকলীগ নেতা আসাদুল ইসলাম, আনারুল ইসলাম, আইজুদ্দিনসহ স্থানীয় কৃষকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কাঠবাদাম, তালগাছ, খেজুর গাছ এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।