সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে সালেহা পাগলি নামে পরিচিত সেই ভিক্ষুক মারা গেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী সালেহা বেগম। ‘সালে পাগলি’ নামেই এলাকায় পরিচিত তিনি। রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে মাছুমপুর মহল্লার একটি বাড়িতে অবস্থান করেন।
আরও জানা গেছে, গত ৯ অক্টোবর পরিত্যক্ত কোয়ার্টার থেকে ২ বস্তা টাকা উদ্ধার করেন স্থানীয়রা। ওইদিন সন্ধ্যা পর্যন্ত সাতজন লোক প্রায় ৫ ঘণ্টা গণনা করে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পায়। দুদিন পর ১১ অক্টোবর একই স্থান থেকে আরও ১ বস্তা টাকা উদ্ধার হয়। গণনা করে সব মিলিয়ে প্রায় এক লাখ ৭৪ হাজার পাওয়া যায়।
স্থানীয়রা জানান, ৪০ বছর ভিক্ষা করে জমানো একটি পয়সাও খরচ করেননি সালেহা বেগম। যেখানে যা পেয়েছেন খেয়ে না খেয়ে দিন কাটিয়েছেন। ভিক্ষা করে জমিয়েছিলেন তিন বস্তা টাকা। সেই টাকা রেখেই অবশেষে মারা গেলেন ভিক্ষুক সালেহা বেগম।
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহরিয়ার শিপু কালবেলাকে বলেন, সালেহা পাগলি ভিক্ষা করতেন। দুই দিনে তার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়েছি। অর্ধেক টাকাই পচে গেছে। এর মধ্যে ১ লাখ ৭৪ হাজার টাকা ভালো পাওয়া গেছে। টাকাগুলো আমার কাছে জমা রয়েছে। পরে আমরা তার চিকিৎসা নিয়ে কাজ শুরু করি। সিরাজগঞ্জ সদর হাসপাতাল, নর্থবেঙ্গল হাসপাতাল সর্বশেষ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে তার লিভার ক্যান্সার ধরা পরে। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, আমরা তার মরদেহ নিয়ে এসে আজকে সকাল ১০টায় জানাজা শেষে কান্দাপাড়া কবরস্থানে দাফন করেছি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat