নাটোর প্রতিনিধিঃ
কোরবানীর ঈদকে সামনে রেখে প্রতিবছরই দেশের বড় বড় খামারগুলো তৈরি করে ছোট-বড় আকারের নানান জাতের গরু। তবে,শুধু বড় খামার গুলোই নয়,দেশের বিভিন্ন জায়গায় পারিবারিক খামারেও কোরবানীর ঈদকে কেন্দ্র করে গরু মোটাতাজা বা প্রস্তুত করা হয়। প্রতিবছরই আলোচনায় আসে সবচেয়ে বড় আকারের গরুগুলোর নাম। এবার নাটোরের নলডাঙ্গার আব্দুল মজিদের এমন একটি বিশাল গরু প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছেন।
গরুটির নাম রাখা হয়েছে"নাটোরের বাদশা"।
প্রচলিত পদ্ধতির পরিমাপে গরুটির বর্তমান ওজন ২৫মণ। ইতিমধ্যেই উপজেলার দিয়ার-কাজিপুর আসামপাড়া গ্রামে বিভিন্ন স্থান থেকে মানুষজন আসছেন বাদশাকে দেখতে।
আব্দুল মজিদ বলেন,আমি ও আমার পরিবার গরুটিকে সন্তানের মতই বড় করেছি। অনেক যত্ন করে আমরা বড় করেছি। বাদশার বয়স প্রায় চার বছর। বাদশাকে আমরা অনেক যত্ন ও ভালবাসা দিয়ে বড় করেছি। তাই দাম চাওয়াটা অনেক কষ্ট সাধ্য। তারপরও প্রাথমিকভাবে আমরা একটি দাম প্রকাশ করেছি। বাদশার জন্য ১২লক্ষ টাকা দাম চেয়েছি। এক্ষেত্রে ক্রেতাদের সাথে তাদের আলোচনার সুযোগ রয়েছে বলে জানান তিনি।
ফ্রিজিয়ান জাতের এই গরুটি স্বাভাবিক খাবার খাইয়ে বড় করেছেন বলে জানান আব্দুল মজিদ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিন ভূষি,কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় বাদশাকে। ঘরের মধ্যে ফ্যান চালাতে হয় সব সময় ও গোসল করাতে হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পবিত্র কুমার বলেন,বাদশা উপজেলার সবচেয়ে বড় গরু। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে খামারিকে সবসময় সহযোগিতা করা হয়েছে এবং গুরুটিকে প্রাকৃতিক ভাবে লালন,পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat