রিয়াজুল হক সাগর, রংপুর:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১৫ কেজি গাঁজাসহ মোছাঃ শিউলী বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে নাগেশ্বরী থানার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় এলাকার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে পুলিশের একটি চৌকস টিম।
নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে শিউলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বলেন, “গ্রেফতারকৃত শিউলী বেগম দীর্ঘদিন ধরে নাগেশ্বরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat