দৃশ্যপট ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র্যাব-১২ এর বিশেষ অভিযানে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, অধিনায়ক র্যাব-১২ সিরাজগঞ্জের দিকনির্দেশনায় গত (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এসময় কামারখন্দ থানার ভারাঙ্গা এলাকার মৃত কামরুল ইসলামের বাড়ির সামনে কড্ডা-জামতৈল পাকা রাস্তার ওপর ভ্যানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. আব্দুর রহিম সুইট (৩৭)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে। তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৮০ টাকা উদ্ধার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলেন এবং কামারখন্দসহ আশপাশ এলাকায় তা সরবরাহ করতেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat