সিরাজগঞ্জের কামারখন্দে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরীর সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হয়।
এরপর দিবসটি উপলক্ষ্যে উপজেলা পাবলিক লাইব্রেরির সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইবুল আলম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলার বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষার্থী স্থানীয় ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।







