বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের কাজিপুরে মৎস্যজীবি সমিতির আড়ালে চায়না দুয়ারী জালের রমরমা ব্যবসার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) সুমন মিয়ার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলার বগারমোড় যমুনা নদীর ঘাটে ২৫ পিচ চায়না দুয়ারী জালসহ তার ভাই খোকন কে আটক করেন স্থানীয় জেলেরা, জাল সহ আটকের খবর দ্রুত সেখানে ছুটে যান মৎস্যজীবি সমিতির সাধারণ সম্পাদক সুমন মিয়া,তিনি নিজেকে মৎস্য জীবি সমিতির নেতা পরিচয় দিয়ে জোর করে চায়না দুয়ারী জাল নৌকা যোগে নিয়ে চলে যান,এবং জেলেদের শাসিয়ে যান।
জেলেদের মধ্যে সুশান্ত বলেন মৎস্যজীবি সমিতির ভয় দেখিয়ে প্রায়ই নদীতে অভিযান দেয় এই সুমন,এবং অভিযান দিয়ে তারা জাল পোড়ানোর কথা বলে জাল গুলো তাদের বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে তারা গোপনে জাল বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে।
আরেক জেলে সুকুমার সরকার জানান এইসব অবৈধ চায়না জালের জন্য আমরা জেলেরা নদীতে মাছ পাচ্ছি না,আমাদের একমাত্র ইনকামের পথ মাছ ধরা, আমরা যদি মাছই ধরতে না পারি তাহলে চলমু কেমনে।
চায়না দুয়ারী জালের ব্যবসার বিষয়ে জানতে চাইলে সুমন মিয়া জানান, আমার ভাই অনেক আগে থেকেই এই ব্যবসা করে আসছে, আজকে জেলেদের আটককৃত জাল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তার মৎস্য জীবি সমিতির সভাপতির সাথে কথা বলতে বলেন।
জেলা মৎস্য জীবি সমিতির সভাপতি শফিকুল ইসলাম মিন্টু মুঠো ফোনে জানান আপনি যা লেখার লেখেন,সুমনের সাথে কথা বলে দেখছি।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক জানান এরকম অভিযোগ আমরা পাই নাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat