প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৮:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ১০:২০ এ.এম
কাজিপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনশ্রমিক এর মৃত্যু

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে বিদ্যুৎ লাইন সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শামীম রেজা নামে এক লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩-জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের কবিহার গ্রামে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এ-দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
এরপর কাজিপুর ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্ধার করে। কাজিপুর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে থাকা কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত লাইনশ্রমিক উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে, চকপাড়া গ্রামের বাসিন্দা। এবং সেই গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, নিহতের স্ত্রী স্বর্না খাতুন এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছেন। এ দুর্ঘটনায় আরেকজন কর্মীও আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat