বিশেষ প্রতিনিধি, কাজিপুর:
সিরাজগঞ্জের কাজিপুরে পৃথক দুইটি অভিযানে বিএনপি নেতার গুদামসহ দুই গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৪৩ বস্তা চাল জব্দ করা হয়েছে৷ এ সময় কাজিপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য সোলায়মান হোসেনের গুদামে অভিযান চালিয়ে তাকে না পেলেও তার গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়৷
বৃহস্পতিবার বিকেলে এনএসআই এর একটি অভিযানিক দল গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কাজিপুর থানা এলাকার দুইশ গজের মধ্যে অবস্থিত দুটি গুদাম থেকে এই চালের বস্তাগুলো জব্দ করেছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল এই অভিযান পরিচালনা করেন। এসময় পুরাতন মেঘাইয়ের সাবেক ইউপি সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫ বস্তা এবং ৩০ কেজির ৪৪ বস্তা চাল জব্দ করে।
এরপর মেঘাই গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র সাব্বিরের গুদাম থেকে ৫০ কেজির ২৮ বস্তা এবং ৩০ কেজির ২২৬ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালিন উভয় গুদামের মালিক পলাতক ছিলেন। কাজিপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী বলেন, চালগুলো জব্দ করে খাদ্য গুমামে রাখা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুদাম দুটিতে পৃথকভাবে অভিযান চালানো হয়েছে। গুদাম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat