রিয়াজুল হক সাগর, রংপুর:
বাংলাদেশ যুব অধিকার পরিষদ, রংপুর জেলা শাখার আওতাধীন কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ'র আংশিক পূর্ণাঙ্গ কমিটি আগামী (ছয়) মাস মেয়াদের জন্য আনুষ্ঠানিক ভাবে অনুমোদন দেওয়া হয়েছে সোমবার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. কাদের আনছারি শিমুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. টিটুল ইসলাম টুটুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বরকত ইসলাম ঘোষিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সভাপতি মোশরেকুল ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খান এ ছাড়া মোট ৬৪ সদস্যের একটি বিস্তৃত কমিটি অনুমোদিত হয়েছে। নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে জেলা কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, কাউনিয়া উপজেলা যুব অধিকার পরিষদ আগামীর দিনগুলোতে আরও সুসংগঠিত, গতিশীল ও অধিকার-সচেতন যুব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat