রায়গঞ্জ (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কলেজে ভাংচুর ও লুটপাটের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজ হল রুমে এ সংবাদ সম্মেলন করে কলেজ কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যক্ষ মো. জামাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, কামাল হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট করে। তারা প্রথম কলেজের নাইটগার্ড মো. রোস্তম আলী কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩টি কক্ষ ও কম্পিউটার ভাংচুর করে। পরে ৪টি কম্পিউটারসহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। দুর্বৃত্তমূলক এ ধরনের কাজের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে বিচারের জোর দাবী জানান তিনি।
এ সময় শিক্ষক শিক্ষার্থীসহ কলেজ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,শনিবার( ২৬ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সলঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ।
মো. কামাল হোসেন গং সর্ব সাং দাদপুর মহৎপাড়া , সলংগা, সিরাজগঞ্জ। কলেজের ৮ শতক জমি উপরোক্ত বিবাদিদের সাথে ৬/৭ মাস পূর্বে হতে বিরোধ চলে আসছে কলেজের পশ্চিম পাশে ৮ শতক জমি তাদের নিজের বলে দাবি করে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) অফিস বরাবর জমির খারিজের বিরুদ্ধে মিস কেসে দায়েরের করেন।
সহকারী কমিশনার (ভুমি ) জমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে বর্ণিত কলেজের পক্ষে চূড়ান্ত রায় প্রধান করে । উক্ত ঘটনার জের ধরে অধ্যক্ষ সালাম গংরা এই ঘটনা ঘটিয়েছে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকলেছুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল থানা পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat